বেতাগী পৌরসভার সংক্ষিপ্ত ইতিহাস
বাংলাদেশের সর্ব দক্ষিণে বরগুনা জেলাধীন বেতাগী পৌরসভাটি ১৯৯৯ সালের ১৮ মার্চ প্রতিষ্ঠিত হয়। বেতাগী পৌরসভা সৃষ্টিলগ্ন থেকে পৌর এলাকার জনগণের জীবন যাত্রার মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্নমূখী সেবামূলক কাজ করে যাচ্ছে। পৌরসভা একটি সেবা মূলক প্রতিষ্ঠান। জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে সম্মানিত মেয়র ও কাউন্সিলরগণের মাধ্যমে পৌরনাগরিকদের সেবা দেওয়াই হচ্ছে পৌরসভার মূল লক্ষ্যে ও উদ্দেশ্য।
পৌরসভার সুষম উন্নয়ন এবং পৌরবাসীদের অধিকতর নাগরিক সুযোগ সুবিধা প্রদানের লক্ষ্যে বেতাগী পৌরসভা বহুবিধ জনসেবামূলক কাজ করে একটি আধুনিক শহরে রূপান্তরের জন্য যে সকল পদক্ষেপ গ্রহণ করেছে তা হল - সড়ক বাতির ব্যবস্থা, পৌর এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করা, রাস্তা-ঘাট, ঘাটলা নির্মাণ, কাঁচা-পাকা রাস্তা নির্মাণ, ড্রেন, ব্রীজ,কালভার্ট নির্মাণ, হাট-বাজারের উন্নয়ন, পৌর এলাকাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক কর্মকান্ডের স্বার্থে বিভিন্ন সংগঠন, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনকে সহায়তা প্রদান, নাগরিকদের সামাজিক মান উন্নয়নের লক্ষ্যে বহুমূখী কর্মকান্ড।
পৌর এলাকায় স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার জন্য ডাষ্টবিনের ব্যবস্থা করা, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের সহায়তায় বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা, পৌর এলাকাকে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত করা, পৌর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনীকে সার্বিক সহযোগিতা করা। পোলিও মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ইপিআই কর্মসূচিতে অংশগ্রহণ, সকল ধর্মের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে পৌর নাগরিকদের একটি সুস্থ ও সুন্দর পরিবেশে জীবন যাপনের নিশ্চয়তা প্রদান করা।