বেতাগী উপজেলার ইতিহাস ১৬৭.৭৫ বর্গ কি.মি. আয়তন নিয়ে বিষখালী নদীর তীরে অবস্থিত বেতাগী উপজেলা। ১৯২০ সালে গঠিত হয় বেতাগী থানা প্রশাসন এবং ১৯৮৩ সালে থানাকে বেতাগী থানাকে উপজেলায় রূপান্তর করা হয়। ১৯৯৯ সালের ১৮ মার্চ বেতাগী উপজেলার বেতাগী পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ৯ টি ওয়ার্ড নিয়ে গঠিত এই পৌরসভাটির আয়তন ৭.৭২ বর্গ কিলোমিটার। নামকরণের ইতিহাস বেতাগী শব্দের নামকরণের ক্ষেত্রে বিভিন্ন মত রয়েছে। অধিকাংশের মতে বেদাগী থেকে বেতাগী নামের সূত্রপাত হয়েছে। অষ্টাদশ এর প্রথম দিকে তৎকালীন প্রতাপশালী জমিদার ও কৃষক নেতা আইন উদ্দীন সিকদার কৃষকদের সংগঠিত করে ইংরেজদের লবণ চাষের বিরুদ্ধে সংগ্রাম এবং প্রতিবাদ করেন ।
যার ফলে ১৭৮৯ সালে তার জমিদারী কেড়ে নেয়া হয় এবং তাকে কুখ্যাত ডাকাত হিসেবে আখ্যায়িত করে নির্বাসনে পাঠানো হয়। এলাকার জনসাধারন তার মুক্তির জন্য সাহায্য চেয়েছিলেন সে সময়ের ধর্মীয় নেতা নেয়ামত শাহের নিকট । তিনি তৎকালীন ঢাকাস্থ মোগল সুবেদার ইসলাম খার নিকট আইন উদ্দিন সিকদারের পক্ষে সুপারিশ করে একটি পত্র প্রেরণ করেন। এ চিঠিতে তাকে দাগী নয়, বেদাগী (অপরাধী নয়) বলে আখ্যায়িত করে, ফরাসী শব্দ বেদাগী থেকেই কালক্রমে বেতাগী শব্দের রুপান্তরিত হয়ে বেতাগীর উদ্ভব হয় বলে ধারণা করা হয়। শিক্ষা প্রতিষ্ঠান সমূহ বর্তমানে বেতাগী উপজেলায় ৭টি কলেজ (১ টি সরকারি) , ২২টি মাধ্যমিক বিদ্যালয় (১ টি সরকারি) ১৪০টি প্রাথমিক বিদ্যালয় (১ টি সরকারি) এবং ৫৮টি মাদ্রাসা রয়েছে।