বেতাগী পৌরসভার ১৯৯৯ সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে বর্তমান পর্যন্ত পৌরসভার কর্মকর্তা-কর্মচারীর মধ্যে যারা আমাদের কাছ থেকে চির বিদায় নিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করছি। আমরা আমাদের পৌরসভাকে তথ্য প্রযুক্তির আলোকে ডিজিটালাইজড, নান্দনিক, পরিকল্পিত, পরিচ্ছন্ন, সমৃদ্ধ শহর হিসেবে দেখতে চাই। যেখানে থাকবে না যানজট, পরিবেশ দূষণ, মাদক, নারী নির্যাতন, নিরক্ষরতা এবং দরিদ্রতা। তৃণমূল দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তাদের কর্মসংস্থান, আধুনিক সুবিধা সম্বলিত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার যুগোপযোগী করণ, বহুতল সুপার মার্কেট নির্মাণ সহ নাগরিক জীবনকে সহজ ও সাবলীল করার স্বার্থে প্রয়োজনীয় বৈদ্যুতিক ব্যবস্থার উন্নয়ন এবং জনস্বাস্থ্যের স্বার্থে জলাবদ্ধতা দূরীকরণসহ শতভাগ বিশুদ্ধ পানি সরবরাহ, পয়ঃনিস্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন। নির্মল পরিবেশে আমাদের আগামী প্রজন্মকে শারীরিক, মানষিক, নৈতিক ও মেধা বিকাশের মাধ্যমে একজন সৃষ্টিশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষা, বিনোদন, শিশুপার্ক নির্মাণ, খেলাধুলার প্রয়োজনীয় পদক্ষেপ, সাংস্কৃতিক চর্চাসহ সকল প্রকার পৌরসেবা পৌরবাসীর দোরগোড়ায় পৌঁছে দেবার নিমিত্তে বেতাগী পৌরসভাকে বাংলাদেশের মডেল পৌরসভা হিসেবে দেখতে চাই।”সকলের মঙ্গল হোক, শুভময় হোক আগামীর পথ চলা। ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।